Central Laboratory School & College


Bangladesh Institute of Sports

88-02-7789215-6  

bksp1983@yahoo.com 

Zirani, Savar, Dhaka, Bangladesh  

কার্যাবলী

ক. দেশের উদীয়মান ও প্রতিভাবান খেলোয়াড়দের বাছাই করে বিজ্ঞান ভিত্তিক নিবিড় প্রশিক্ষণের পর্যাপ্ত সুযোগ ও সুবিধাদি প্রদান করা এবং সেই সাথে তাদের সণাতক পর্যায় পর্যন্ত সাধারণ শিক্ষার সুযোগ প্রদান করা।
খ. দেশে দক্ষ কোচ, রেফারী এবং আম্পায়ার সৃষ্টির লক্ষ্যে সম্ভাবনাময় কোচ, রেফারী এবং আম্পায়ারদের প্রশিক্ষণ প্রদান করা।
গ. দেশে বিদ্যমান কোচ, রেফারী ও আম্পায়ারদের কলাকৌশলগত মান বৃদ্ধি করা।
ঘ. আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণের পূর্বে জাতীয় দলসমূহকে যথাযথ প্রশিক্ষণ প্রদান করা।
ঙ. কোচ, রেফারী ও আম্পায়ারদের জন্য সার্টিফিকেট কোর্স পরিচালনা করা;
চ. ক্রীড়া সম্পর্কিত তথ্য কেন্দ্র হিসেবে দায়িত্ব পালন করা;
ছ. ক্রীড়া বিষয়ে পুস্তক, সাময়িকী, বুলেটিন ও সমসাময়িক তথ্য সংক্রান্ত প্রকাশনার ব্যবস্থা করা;
জ. অধ্যাদেশে বর্ণিত কার্যাবলী বাস্তবায়নের স্বার্থে সহায়ক সকল প্রকার কার্যক্রম গ্রহণ করা।

  NOTICE BOARD
  STUDENTS /PARENTS CORNER

  TEACHERS CORNER